র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগের কথা ভাবছে সরকার
- আপডেট সময় : ০৮:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগের কথা ভাবছে সরকার। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান।
পররাষ্ট্র সচিব আরও বলেন, রেব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র দূতাবাস খোঁজ-খবর নিচ্ছে। একইসঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে ল’ফার্ম নিয়োগের বিষয়েও ভাবছে সরকার। গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রেবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর। বিষয়টি নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন সচিব এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা।পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র সচিব।