র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার : ফখরুল
- আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রেব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার। এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে আলোচনা সভায় এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে সংগঠনটি। এতে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার সব গনতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। নিরাপত্তা বাহিনী গুলোকেও ধ্বংস করেছে। মার্কিন নিষেধাজ্ঞায় বিষয়টি এখন প্রমানিত।
খালেদা জিয়া এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি বাইরে থাকলে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জাগিয়ে তুলতেন।
সাবেক প্রতিমন্ত্রী মুরাদ প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, দানবে পরিণত হয়েছে।