লকডাউনকে ফাঁকি দেয়া গেলেও করোনাকে ফাঁকি দেয়া যাবে না : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশের বর্তমান পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন পরিচালনার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। তিনি বলেন, লকডাউনকে ফাঁকি দেয়া গেলেও করোনাকে ফাঁকি দেয়া যাবে না।
সকালে বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ আহবান জানান তিনি। জনগণ বিধিনিষেধ মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা প্রতিরোধে সবচেয়ে শানিত হাতিয়ার হচ্ছে নিয়ম মেনে মাস্ক পরিধান করা। করোনা সংক্রমণের উর্ধ্বগতির মধ্যেও সরকার উৎসব উদযাপনের সুযোগ করে দিয়েছে- জানিয়ে সকলকে এর সদ্ব্যবহার করার আহবান জানান তিনি।