লকডাউনের মধ্যেই সরকারি বাসভবনে পার্টি করার ঘটনায় ক্ষমা চেয়েছেন বরিস জনসন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় লকডাউনের মধ্যেই সরকারি বাসভবনে পার্টি করার ঘটনায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২০ সালের ওই ঘটনা ফাঁস হওয়ার পর সমালোচনার মুখে বুধবার পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন তিনি।
বরিস জনসন বলেন, তার ব্যক্তিগত আচরণের কারণে জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন- তা তিনি অনুভব করতে পেরেছেন। এর জন্য তিনি ক্ষমাপ্রার্থী। জনগণের এই ক্ষোভ স্বাভাবিক। তিনি আইন প্রনেতা হয়ে নিজেই আইনভঙ্গ করেছেন। ২০২০ সালের ২০ মে সরকারি বাসায় আয়োজিত এক পার্টিতে অংশ নেন তিনি। ওই পার্টিতে বরিস জনসনের স্ত্রী ক্যারি সিমন্ডস-সহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। ওই সময়ের পার্টির ঘটনাটি সম্প্রতি ফাঁস হয়। এরপর থেকেই বিরোধী দলের আইনপ্রণেতারা এমনকি নিজ দলেরও কয়েকজন পার্লামেন্টারিয়ান তার পদত্যাগ দাবি করেছেন।