লকডাউনের মাঝেই শুরু হয়েছে রাজধানীবাসীর ঈদের কেনাকাটা
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
লকডাউনের মাঝেই শুরু হয়েছে রাজধানীবাসীর ঈদের কেনাকাটা। ফুটপাতে ক্রেতা সমাগম বেশী থাকলেও, নগরীর অভিজাত বিপণী বিতানগুলো এখনো ক্রেতাশূন্য। দোকানীরা বলছেন, মাসের শেষ এবং গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতাদের দেখা মিলছে না। তবে আগামী মাসের শুরুতে বিক্রি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।
দৃশ্যটি রাজধানীর নিউমার্কেট এলাকার।
কোরাস করে মূল্য হাকিয়ে বিক্রির চেষ্টা।
রোদের উত্তাপে বাইরে যখন ক্রেতা সমাগম কম ভেতরে তখন ভিন্ন দৃশ্য। ক্রেতাদের সন্তুষ্ট করতে ব্যস্ত বিক্রেতারা।
অন্যদিকে রাজধানীর অভিজাত বিপনী বিতানগুলোতে দেখা যায় ক্রেতার অভাবে মুঠোফোন নিয়েই সময় কাটাচ্ছেন বিক্রেতারা।
তবে জুয়েলারির দোকানে ছিল ভিন্ন দৃশ্য।
ঈদে পোশাকের সঙ্গে ম্যাচিং করা একজোড়া জুতো খুব গুরুত্বপূর্ণ। হাল ফ্যাশনের পাদুকার খোঁজে অনেকেই তাই ঘুরছেন দোকানে দোকানে।
গেল রোজায় ব্যবসা হয়নি, ঈদের আগ মুহুর্তে এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে চান বিক্রেতারা।