লকডাউনে নববধূকে শ্বশুড়বাড়িতে আনতে হেলিকপ্টার ভাড়া : অর্ধলাখ টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
লকডাউনের কারণে নববধূকে শ্বশুড়বাড়িতে আনতে হেলিকপ্টার ভাড়া করেছিল বরপক্ষ। খবর ছড়িয়ে পড়লে হেলিকপ্টারে নববধূর আসা দেখতে ভিড় করে গ্রামের মানুষজন। কিন্তু সেখানে বাদ সাধল প্রশাসন। করোনাকালে হেলিকপ্টারে করে নববধূ এনে এলাকায় লোকসমাগম করার অভিযোগে অর্ধলাখ টাকা জরিমানা গুনলেন বরের চাচা।
সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষানচর গ্রামে এ ঘটনা ঘটে। আগে থেকেই হেলিকপ্টারে কনে আনার খবর ছড়িয়ে পড়লে হেলিকপ্টার দেখতে হাজারো মানুষ নতুন হাট ব্রিজ ও এর আশপাশে জড়ো হয়। হেলিকপ্টার থেকে নামিয়ে বর ও কনেকে পালকিতে করে বরের বাড়িতে নেয়া হয়। এ সময় পালকির সঙ্গে শত শত মানুষ ব্যান্ড পার্টি বাজিয়ে উল্লাস করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউএনও। এরপর তিনি দণ্ডবিধি ১৮৬০–এর ২৫৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।