লকডাউনে শিল্প কারখানা খোলা রাখার দাবি মালিকদের

- আপডেট সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
লকডাউনের মধ্যে তৈরি পোশাক ও বস্ত্রখাতের সব শিল্প কারখানা খোলা রাখার দাবি জানিয়েছেন মালিকরা। রোববার সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘লকডাউন চলাকালে কারখানা খোলা রাখা’ শীর্ষক এক সংবাদ সম্মেলন এই দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ’র নেতারা উপস্থিত ছিলেন। বলা হয়, করোনা নিয়ন্ত্রণে বর্হিবিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশে সমন্বয়ের অভাব নেই। স্বাস্থ্যবিধি মেনেই কারখানায় উৎপাদন চলছে বলে জানান বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আবদুস সালাম । করোনার সংকট উত্তরণ ও শ্রমিকদের মজুরি, ঈদ বোনাস ও অন্যান্য খরচ মেটাতে কারখানা চালু রাখা দরকার বলে দাবি করেন তারা। এছাড়া করোনা মোকাবিলায় কারখানাগুলো প্রণোদনার ঋণ নিয়েছিল, তা পরিশোধের সময় ঘনিয়ে আসায় কারখানার উৎপাদন অব্যাহত রাখা জরুরি বলে মনে করেন তারা।রপ্তানিমুখী তৈরি পোশাকখাতসহ বস্ত্রখাতের অন্যান্য সহযোগী শিল্পগুলোকে লকডাউনের আওতামুক্ত রাখার আহবান জানান তারা।