লকডাউন ঘোষণায় প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
লকডাউন ঘোষণায় প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে।লেনদেনে ধস নেমেছে রোববার।
প্রথম আধঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৫৬ পয়েন্ট। ডিএসইতে আজ আধা ঘণ্টায় লেনদেন হয়েছে ৮১ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমেছে ২১০টির দর, বেড়েছে মাত্র ১০টির, অপরিবর্তিত আছে ২৫টির দর। গেল কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৭০ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৪৫১ কোটি ৩৩ লাখ টাকার। অন্যদিকে, আধা ঘণ্টায় সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমেছে ৬৬টির দর, বেড়েছে মাত্র ৫টির, অপরিবর্তিত আছে ৩টির দর।