লকডাউন তুলে জনগণকে মহাবিপদে ফেলে দিয়েছে সরকার: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনার উচ্চ সংক্রমণের মাঝে গণপরিবহন খুলে দিয়ে আর লকডাউন তুলে জনগণকে মহাবিপদে ফেলে দিয়েছে সরকার। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মালিকদের স্বার্থে বাসভাড়া বাড়ানো হয়েছে। দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। করোনা পরিস্থিতি ভয়াবহ হলে যথাযথ ক্ষতিপূরণসহ সব দায় সরকারকে বহন করতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
ভয়াবহ দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারে নেয়া নানা পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার কথা বলে গণপরিবহন চালুর মাধ্যমে সরকার জনগণকে মহাবিপদে ফেলে দিয়েছে। আর মালিকদের স্বার্থেই সরকার বাস ভাড়া বাড়িয়েছে।
করোনা নিয়ন্ত্রণে সরকার শুরু থেকেই ভুল পথে অগ্রসর হচ্ছে এবং একাজে চরম সমন্বয়হীনতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
ক্ষমতা চিরস্থায়ী নয় মন্তব্য করে সামনে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলে জনগণ সরকারকে ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।