লকডাউন বাস্তবায়নে তৎপর স্থানীয় প্রশাসন
- আপডেট সময় : ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
লকডাউনের ৪র্থ দিনে নির্দেশনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলার মহাসড়কে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। অনেক এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
সর্বাত্মক লকডাউনের ৪র্থ দিনে ময়মনসিংহ নগরীতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। তবে ভিন্ন চিত্র উপজেলা শহরগুলোতে। সেখানে নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। খোলা হচ্ছে দোকানপাট।
মানিকগঞ্জে অনেকটাই কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন।সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
বিধিনিষেধের চতুর্থ দিনে নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরায় তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। তবে জেলা শহরের বাইরে দেখা যায়নি কোন তৎপরতা। ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৪টি মামলায় ৩০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জে জেলা ও উপজেলা শহরগুলিতে স্বাস্থ্যবিধি ও লকডাউন অনেকটায় মানতে দেখা গেলেও গ্রামগঞ্জের অধিকাংশ স্থানেই এসব মানছেনা কেউ।
এছাড়াও হবিগঞ্জ ও জামালপুরে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে।