লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে চলমান লকডাউন তৃতীয় দফায় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী নেয়া সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবদের সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে ঈদের আগে সাধারণ মানুষের জীবিকার কথা ভেবে এই লকডাউন কিছুটা শিথিল করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে চলমান ‘কঠোর লকডাউনের’ মেয়াদ আরো ৭ দিন বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এদিকে, সোমবার বিকেল পর্যন্ত একদিনের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরো ১১২ জন। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।