লক্ষীপুর ও গাজীপুরে হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ
- আপডেট সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলী আকবর হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে স্থানীয় আদালত। সাভারের পোশাককর্মী তানিম হত্যার দায়ে চারজনের ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক আলী আকবর ক্বারী হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড।
আশুলিয়ার গার্মেন্টস অপারেটর তানিম হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-গার্মেন্টসকর্মী সোহেল রানা, ফরহাদ হোসেন, মো. আশিকুর রহমান ও মো. নজরুল ইসলাম। পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন তামিম। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত আরা এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এছাড়া চাঁদাবজির অর্থাৎ টাকা আদায়ের ঘটনায় অন্য একটি ধারায় আসামিদের ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।