লক্ষ্মীপুরের স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া, খুলনায় ইজিবাইক চালক মেহেদী হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রী রুবিনা আক্তারকে হত্যার দায়ে স্বামী লিটনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন জানান, মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। আত্মহত্যা বলে প্রচার করে লিটন। ময়নাতদন্ত প্রতিবেদনে এটি শ্বাসরোধে হত্যা বলে প্রমাণিত হয়।
খুলনার লবনচরা থানায় ইজিচালক মেহেদীর হত্যার রায় ঘোষণা করেন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো। ২০১৮ সালের ১১ আগস্ট সকালে নগরীর কুয়েত মসজিদের সামনে ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বির মরদেহ উদ্ধার করে পুলিশ।