লক্ষ্মীপুরে এসএটিভির সাংবাদিকের উপর হামলা : জিকুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৫:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এসএটিভির সাংবাদিকের উপর হামলার ঘটনায় নৌকা প্রার্থী হাওলাদার নূরে আলম জিকুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার অন্য আসামীরা হচ্ছেন, রিপন, জুয়েল ও মিশর। আসামীদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
মামলার এজহারে বলা হয়, রোববার দুপুরে রায়পুরে ৯ নং ওয়ার্ডে চর দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় এসএটিভি ভিডিও ধারন করছিল। এসময় এক নম্বর আসামী নৌকা প্রার্থী নূরে আলম জিকুর নির্দেশে ২,৩ ও ৪ নম্বর আসামীর নেতৃত্বে ৫০ থেক ৬০ জন সশস্ত্র সন্ত্রাসী এসএটিভির সাংবাদিক মাহফুজুর রহমান শুভ, কেমেরাম্যান ইসমাইল হোসেন বিপ্লবের ওপর হামলা চালায়। এতে দুজন গুরুতর আহত হয়। হামলাকারীরা এসএটিভির ক্যামেরা ছিনাতাই করে এবং সংবাদকর্মীদের মোবাইল কেড়ে নেয়। এক পর্যায়ে জিকুর নির্দেশে আসামীরা এসএটিভির গাড়ি ভাংচুর করে। মামলা দায়েরের পর জিকুসহ অন্য আসামীরা গা ঢাকা দিয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার