লক্ষ্মীপুরে এসএটিভির সাংবাদিকসহ অন্যদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এসএটিভির সাংবাদিকসহ অন্যদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সম্পাদক-প্রকাশক পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
সভায় হামলার ঘটনায় জড়িত মামলার সব আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে বক্তব্য দেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও দেশটিভির প্রতিনিধি কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিমউদ্দিন নিজামী, ইনডিপেণ্ডেন্ট টিভির প্রতিনিধি আব্বাস হোসেন এবং সম্পাদক পরিষদের আহ্বায়ক ও এসএটিভির প্রতিনিধি মোহাম্মদ সহিদুল ইসলামসহ আরো অনেকে। এর আগে গত বৃহস্পতিবার সম্পাদক-প্রকাশক পরিষদের উদ্যোগে মোহাম্মদ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।