লক্ষ্মীপুরে জেলে ও নৌ-পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে মাছ ধরার সময় জেলে ও নৌ-পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক জেলে মারা গেছে। মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করায় আরো ৪ পুলিশসহ ৫ জন আহত হয়েছে।
নৌ-পুলিশ ও স্থানীয়রা জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোরে নদীতে টহলে নামে নৌ- পুলিশ। ঘটনাস্থলে পৌঁছালে ৬টি মাছ ধরার জেলে নৌকা তাদের ঘেরাও করে। এ সময় ৫০ জেলে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ গুলি চালায়। এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর সে মারা যায়। এ ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ। জাটকা সংরক্ষণে মেঘনায় দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে।