লক্ষ্মীপুরে বাসের ভেতরে সুপারভাইজারকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৬:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে ইকোনো কোম্পানির বাসের ভেতরে সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
ভোরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক নাহিদকে পুলিশ আটক করেছে। এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। লক্ষ্মীপুর পৌঁছে বাসের সুপার ভাইজার ও নতুন সহকারী গাড়িতেই ঘুমিয়ে পড়েন। ভোর ৪ টার দিকে চালক গাড়ির ভেতরে সুপার ভাইজার লিটনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নতুন সহকারী এখনো পলাতক।
সিলেট সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও নয়ন মিয়ার মধ্যে সংঘর্ষে নিজাম নিহত হন।
মৌলভীবাজারের বড়লেখায় রুবেল আহমদ নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে সদর ইউপি সদস্য সাবুল আহমদ ও তার ভাই নবাব আহমদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।