লতার উপর হামলা দেশের জন্য লজ্জাকর এবং নারী ও ব্যক্তি স্বাধীনতার উপর বড় আঘাত
- আপডেট সময় : ০৯:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
টিপ বিতর্ক ও হামলার ঘটনায় এখনো মানসিক ট্রমায় ভুগছেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যাণ্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমদ্দার। এদিকে, লতাকে লাঞ্ছিত ও হত্যা চেষ্টায় অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সনাক্ত করা হয়েছে। নাজমুল নামের ওই ব্যক্তি পুলিশের প্রটোকল বিভাগে কর্মরত। লতার উপর হামলাকে দেশের জন্য লজ্জাকর এবং নারী ও ব্যক্তি স্বাধীনতার উপর বড় আঘাত বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
টিপ ইস্যুতে রোববার জাতীয় সংসদে প্রতিক্রিয়া জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অভিনেত্রী সুবর্না মুস্তাফা।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লতা সমদ্দারের পক্ষে প্রতিবাদ জানাচ্ছে পুরুষরাও।
যাকে নিয়ে এতো ঘটনা, সেই শিক্ষিকা লতা সমাদ্দার এখন জটিল সময় পার করছেন। তিনি জানান, ২ এপ্রিল সকাল সোয়া আটটার দিকে ফার্মগেটে ঘটে যাওয়া ঘটনার বিবরণ?
উগ্রবাদীদের এই আচরণ দেশের জন্য লজ্জাকর বলে মনে করেন মানবাধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
অভিযুক্তকে সনাক্ত করতে কালক্ষেপণকে পুলিশের ব্যর্থতা বলেও মনে করেন তারা।
এ বিষয়ে শেরেবাংলা থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলেও, সবশেষ অগ্রগতি জানতে রাজি হননি কেউ।