লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুইদিনের শোক ঘোষণা
- আপডেট সময় : ০১:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। সুরসম্রাজ্ঞীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ভারতে। এরইমধ্যে মুম্বাইতে সব কাজ বন্ধ করে শ্রদ্ধা জানাচ্ছেন চলচ্চিত্র পাড়ার সবাই। শ্রদ্ধা জানিয়ে ভারতে দুইদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুর, তাল, লয়ের ছন্দে…. সংগীত জগতে প্রলয় তুলে ছয় দশক পর থামলেন তিনি। নাম লতা মঙ্গেশকর। করোনা কাছে হার মেনে ৯২ বছর বয়সে চলে গেলেন এই সুরোলতা। রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় আক্রান্ত হয়ে ১১ জানুয়ারি মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর । এরপর চার সপ্তাহ ধরে হাসপাতালে চলে চিকিৎসা। পোস্ট কোভিডে নিউমোনিয়ায় আক্রান্ত হন সুরসম্রাজ্ঞী। ধীরে ধীরে অবস্থার উন্নতিও হচ্ছিলো। কিন্তু শনিবার হঠাৎ করে আবারো শারীরিক অবস্থার অবনতি হলে…তাকে নিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে।
লতা মঙ্গেশকরের প্রয়াণে ঘোষণা করা হয়েছে দু’দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। রোববার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। এছাড়াও সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।
দেশ বিদেশের লাখো কোটি ভক্ত অনুরাগীরা শোক প্রকাশ করেছেন এ প্রয়ানে।
কালের নিয়মে ক্ষণজন্মাদেরও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। সেই নিয়মে লতাজিও প্রয়াত হলেন। কিন্তু তার গাওয়া সুর কখনোই প্রয়াত হবে না। বেঁচে থাকবেন হাজারো ভক্তের হৃদয়ে।তাঁকে সবাই খুঁজে ফিরবে সুর লয়ের ছন্দে।