লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন: মন্ত্রিপরিষদ সচিব
- আপডেট সময় : ০৭:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায়, কেউ লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে আপাতত লন্ডনের সঙ্গে ঢাকার বিমান যোগাযোগ চালু থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
২ সপ্তাহ পর, সোমবার সকালে সচিবালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে সভাপতিত্ব করেন।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে ব্রিফ করেন। তিনি জানান, যারাই লন্ডন থেকে আসবেন তাদেরকে আসকোনা হজ ক্যাম্প ও উত্তরা দিয়াবাড়িতে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বাধ্যতামূলক থাকতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য টাঙ্গাইলে সংরক্ষিত বনের ১১ হাজার ২৪৬টি গাছ কাটার অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এছাড়া এ বৈঠকে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২০’ ও সড়ক ও জনপথ অধিদপ্তরের মহাসড়ক ল্যান্ডস্কেপিং নীতিমালা- ২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।