লবণাক্ততা বৃদ্ধি ও সেচের অভাবে খুলনার উপকূলে বাধাগ্রস্ত চাষাবাদ
- আপডেট সময় : ১১:১৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৬৬২ বার পড়া হয়েছে
খুলনার উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি ও সেচের অভাবে চাষাবাদ বাধাগ্রস্ত। তবে এসব সমস্যা সমাধানে কৃষকদের পথ দেখাচ্ছে মালচিং পদ্ধতি।এতে জমির লবণাক্ততা ও পানির ব্যবহার অর্ধেক কমিয়ে এনে সবজি উৎপাদনের মাধ্যমে কৃষক অধিক লাভবান হতে পারবেন বলে জানিয়েছেন,কৃষি কর্মকর্তারা।
খুলনার ডুমুরিয়া উপজেলায় ৮ হাজার ২শ৮০ হেক্টর জমিতে শুধু সবজি উৎপাদন হয়।তার মধ্য প্রায় ১৫ হেক্টর জমিতে ৩ শ কৃষক উচ্চমূল্যের ও উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সবজি চাষ করছেন।কীটনাশক ও সারের ব্যবহার কম হওয়ায় ভোক্তারা পাচ্ছেন নিরাপদ সবজ অপরদিকে দূষনের হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ। উৎপাদিত ফসল বাজারজাত করে আশানুরূপ লাভ পাচ্ছেন কৃষক।
আর বেসরকারি সংস্থার এই কৃষিবিদ বলছেন,কৃষকদেরকে আধুনিক কৃষি ব্যবস্থাপনা আনার জন্য উন্নত মানের বীজ,সার ও মালচিং পেপার দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করণ করা হচ্ছে।
আর উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন,দক্ষিণ অঞ্চলের লবণাক্ত থেকে রক্ষা পেতে হলে সবজি ফলনের মালচিং পদ্ধতি ব্যবহারের কোন বিকল্প নেই।
লবণাক্ত এলাকায় এ ধরনের সম্ভাবনাকে কাজে লাগানোর কথা বলছেন,খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।