লবণের দাম বৃদ্ধির গুজবে কঠোর অবস্থান নিয়েছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
লবণের দাম বৃদ্ধির গুজবে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সারাদেশে অসাধু বব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অভিযান। অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে কুমিল্লা, নড়াইল ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কুমিল্লায় ২১টি অভিযানে ৪৮জন ব্যবসায়ীর কাছ থেকে ৮লাখ ৩১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া একজনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
নড়াইলে অতিরিক্ত দামে লবণ বিক্রি ও মজুদের দায়ে ৭জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে কুষ্টিয়া শহরের ত্রীমোহনী, মজমপুর গেট, পৌরবজার ও বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ বিক্রেতাকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় এ অভিযান চালানো হয়।
একই অপরাধে সাতক্ষীরায় ২৯ জনকে আটক করা হয়েছে।