লবনযুক্ত চামড়া বিক্রি শুরু হলেও ট্যানারী মালিকদের উপস্থিতি ছিলো কম
- আপডেট সময় : ০৮:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রাজধানীর পোস্তায় লবনযুক্ত চামড়া বিক্রি শুরু হলেও ট্যানারী মালিকদের উপস্থিতি ছিলো কম। আড়তদাররা বলছেন, এ শিল্পকে বাচাঁতে ঢাকাসহ ও আশপাশের এলাকা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করলেও ব্যবসায়ীরা চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। বকেয়া পরিশোধ না করায় ক্ষোভের কথাও জানান অনেকেই। এদিকে, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন সভাপতি বলছেন, করোনা মহামারিতে চমড়া রপ্তানী অনেকটাই অনিশ্চয়তায় রয়েছে। আর আড়তদারদের বকেয়া পরিশোধ করা হবে বলেও জানান তিনি।
গেল এক সপ্তাহ ধরে এভাবে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে সংগ্রহ করে মৌসুমী ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় রাজধানীর সবচে বড় বাজার পোস্তায় কোরানীর পশুর কাঁচা চামড়া নিয়ে আসে। চামড়া নষ্ট হওয়ার আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যানারী মালিকদের কাছে বিক্রির আশায় রয়েছেন আড়তদাররা।
লবনযুক্ত এসব চামড়া বিক্রি শুরু হলেও ক্রেতা শূন্য থাকায় অনেকটাই অলস সময় কাটছে আড়তদারদের । তবে,বিগত দিনের বকেয়া আদায় না হয়ায় ক্ষোভের কথাও জানান তারা।
সরকার নির্ধারিত দরে চামড়া বিক্রি হলেও মিশ্র প্রতিক্রিয়াও জানান কেউ কেউ।
পোস্তায় বেশি পরিমাণে কাঁচা চামড়া নষ্ট হয়নি উল্লেখ করে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, ব্যাংক লোন ও আর্থিক লেনদেনে সংকট তৈরী না হলে দেশের সব চামড়া সংরক্ষন করা সম্ভব।
আড়তদারদের বকেয়া পরিশোধের কথা জানিয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, চামড়া রপ্তানীতে মান সম্মত পরিবেশের অভাবের পাশাপাশি নতুন সমস্যা করোনার প্রভাব।
এ খাতকে বাঁচিয়ে রাখতে সরকারের নজরদারিসহ ও শিল্প মালিকদের যৌথ প্রচেষ্টায় অর্জিত হবে কাঙ্খিত প্রবৃদ্ধি-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।