লাইটার জাহাজ ও কার্গো থেকে পণ্য লোপাট
- আপডেট সময় : ০৩:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
নওয়াপাড়া-মংলা নৌরুটে বাড়ছে চোর চক্রের দৌরাত্ম্য। লাইটার জাহাজ ও কার্গোতে পণ্য আনার সময় পথেই প্রায়ই তা খোয়া যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পশহর নওয়াপাড়ার আমদানিকারক ও ব্যাবসায়ীরা। কিন্তু এর সাথে বহিরাগত সন্ত্রাসী, অস্ত্রধারী চাঁদাবাজ ও অসাধু নৌযান শ্রমিক-কর্মচারীসহ শক্তিশালী সিন্ডিকেট জড়িত থাকায় বার বার অপরাধ করেও তারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
নওয়াপাড়া-মংলা রুটে রাতের আঁধারে লাইটারেজ জাহাজগুলোতে থেকে চুরি হয়ে যায় সার, গমসহ বিভিন্ন পণ্য। কখনও কখনও অস্ত্র টেকিয়ে পণ্য লুটের ঘটনাও ঘটে । ভুক্তভুগিরা এ সবের কোন প্রতিকার না পেলেও সম্প্রতি মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের ১২০টন ডিএপি সার চুরি হয়। এতে টনক নড়ে প্রশাসনের। ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে আটক করে পুলিশ।
নওয়াপাড়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গোটা নৌ-রুট ভয়ঙ্কর মাফিয়া চোর চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে।
নওয়াপাড়া-মংলা নৌ-রুটের চোর সিন্ডিকেটের দৌরাত্ম্যের জন্য নৌ-পুলিশ ও কতিপয় ব্যবসায়ীর গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভুগিদের অনেকে।
তবে, নদীতে টহলের জন্য নওয়াপাড়া নৌ-পুলিশ ফাঁড়ির নেই কোন নৌযান । ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও নৌ-রুটকে নিরাপদ রাখতে তারা চেষ্টা করছেন।
নদীপথে যশোরের নওয়াপাড়া থেকে মংলার দূরত্ব প্রায় ৭৫ নটিক্যাল মাইল। ব্যবসা বাণিজ্য নিরাপদ করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা।