লাইলাতুল কদরের সন্ধানে পবিত্র কাবা শরিফে ইবাদত-বন্দেগিতে মশগুল ২০ লাখের বেশি মুসল্লি
- আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
লাইলাতুল কদরের সন্ধানে পবিত্র কাবা শরিফে দিবাগত রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন ২০ লাখের বেশি মুসল্লি। তাদের মধ্যে প্রায় ১৫ লাখ ওমরাহ পালনকারী এবং ৫০ হাজারের বেশি সাধারণ মুসলিম। খবর আল জাজিরার। এদিকে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে নেমেছে মানুষের ঢল। দিবাগত রাতে ইবাদত বন্দেগিতে শামিল হন লাখো
রাতে পবিত্র কাবা শরিফে একসাথে লাখো মুসল্লি এশা-তারাবিহ্’র সালাত আদায় করেন। সারারাত কোরআন তেলাওয়াত এবং অন্যান্য নফল ইবাদতে মশগুল ছিলেন তারা। এসময়, মুসল্লিদের সুরক্ষা এবং চলাচলের সহযোগিতায় কাবা শরীফে মোতায়েন ছিলেন নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। এছাড়া আল আকসা মসজিদে রাতে লাইলাতুল কদর উপলক্ষ্যে নামাজ আদায় করেন ২ লাখ ৮০ হাজার মুসল্লি। যদিও ইসরায়েল পুলিশ বলছে, সংখ্যাটি ১ লাখ ৩০ হাজার। অবশ্য মসজিদের বাইরে সশস্ত্র অবস্থানে ছিল ইসরায়েলি বাহিনী। তবে সহিংসতার কোনো ঘটনা হয়নি। বর্ণিত রয়েছে, লাইলাতুল কদরের রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কাছে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নাজিল হয়।