লাদাখে চীন-ভারত শীর্ষ সামরিক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পশ্চিম লাদাখের গালোয়ান উপত্যকায় চীন-ভারতের মধ্যে শীর্ষ সামরিক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সীমান্ত থেকে চীন সেনা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় কোনো রকম সমাধান হয়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, সোমবার রাতে যেখানে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে সেই স্থানেই বৈঠকে বসেছে চীন ও ভারতের সামরিক কর্মকর্তারা । ওই সংঘর্ষে এক কর্নেলসহ ভারতীয় ২০ সেনা নিহত হন। প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ওই এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি হয়নি চীন । পশ্চিম লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন ও ভারতীয় বাহিনী কাছাকাছি অবস্থান করছে । ১৯৬২ সালে যুদ্ধের পর ওই স্থানে সেনা টহল জোরদার বা আঞ্চলিক ভূখণ্ড দাবি করেনি চীন। তবে সম্প্রতি গালোয়ান উপত্যাকায় ঢুকে ভূখণ্ড দাবি করে চীন ।