লাদাখে গালওয়ান উপত্যকা সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা

- আপডেট সময় : ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চীন-ভারত সংর্ষের পর লাদাখে গালওয়ান উপত্যকা সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষই সেখানে অনড় অবস্থানে রয়েছে।লাদাখে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ভারত-চীন দুই দেশই।
চীনের সেনারা যে এলাকা পর্যন্ত অনুপ্রবেশ করেছিলেন, সেখানেই রয়ে গেছেন। সীমান্ত বরাবর সৈন্য সমাবেশ বাড়িয়েছে দু’পক্ষ। উপগ্রহ চিত্রে তা ধরা পড়েছে। শ্রীনগর থেকে লাদাখে বাড়তি সেনা পাঠিয়েছে ভারত নজরদারিতে ব্যবহার করছে বিমান। সেনা সমাবেশ বাড়াতে শুরু করেছে চীনও। সারি সারি সামরিক ট্রাক দাঁড়িয়ে থাকার ছবি উপগ্রহ চিত্রে দেখা গেছে। প্রস্তুত করা হয়েছে বাঙ্কার। বসানো হয়েছে কামানও। প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চীনের দিকে একাধিক সেনা কপ্টার উড়তে দেখা গেছে। হতাহতদের নিয়ে যাওয়ার জন্যই ওই কপ্টার ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। হিমাচলপ্রদেশের লাহুল-স্পিতি ও কিন্নর জেলায় রেডঅ্যালার্ট জারি করেছে ভারত।