লাদাখে রাফাল জেট মোতায়েন, আলোচনায় বসছেন ভারতের বিমান বাহিনীর কমান্ডাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
লাদাখে রাফাল জেট মোতায়েন নিয়ে এ সপ্তাহেই আলোচনায় বসছেন ভারতের বিমান বাহিনীর কমান্ডাররা।
সংবাদসংস্থা এ এনআই জানিয়েছে, চলতি মাসের শেষদিকেই ভারতে আসছে রাফাল জেট। এই যুদ্ধবিমান দ্রুত লাদাখে মোতায়েন করা নিয়ে ও বৈঠকে আলোচনা হবে। আগামী ২২ জুলাই থেকে দু’দিন চলবে কমান্ডারদের ওই বৈঠক। বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়ার নেতৃত্বে ওই বৈঠকে মূল আলোচনার বিষয় হবে লাদাখের বর্তমান পরিস্থিতি। পাশাপাশি উত্তর ও পশ্চিম সীমান্তে যেসব সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে তা নিয়েও আলোচনা হবে। সম্প্রতি চীন ও ভারতের মধ্যে সংঘষের্র পর লাদাখে মিরেজ ২০০০, সুখোই-৩০, মিগ-২৯ এর মতো ফাইটার জেট মোতায়েন করেছে ভারত।