লালদীঘির পাড় হকার্স মার্কেটে আগুন লেগে পুড়ল শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৬:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিলেটে পাইকারি বাজার খ্যাত লালদীঘির পাড় হকার্স মার্কেটে আগুন লেগে পুড়ল শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। রোববার রাত ৩টার দিকে ওই মার্কেটের ভেতর ৫ নম্বর গলিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সিলেটের সব ক’টি দমকল ইউনিট সকাল ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন নেভাতে গিয়ে দেখা দেয় পানি সংকট। ফলে আগুনের তীব্রতা আরও বেড়ে চলে।
দমকল বাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সিলেটের তালতলা ও বটেশ্বর সেনানিবাসের ইউনিটসহ নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। তবে পানি সংকটে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় দমকল বাহিনী। পরে ভোরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নিভে যায় আগুন । এসময় দমকল বাহিনীর এক কর্মী আহত হন। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেককেই মার্কেটের বাইরে কাঁদতে দেখা গেছে। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি এখনও।
এদিকে দুপুরে হকার্স মার্কেট পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, ঈদের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাবার ও অন্যান্য ঈদ সামগ্রী এবং পরবর্তীতে তালিকা করে আর্থিক সহযোগিতা করা হবে। পরে জেলা প্রশাসককে ব্যবসায়ীদের সাথে দ্রুত বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশ দেন তিনি।