লালবাগের পোস্তায় চলছে কোরবানির পশুর চামড়া কেনাবেচার ধুম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর লালবাগের পোস্তায় চলছে কোরবানির পশুর চামড়া কেনাবেচার ধুম। কিন্তু আড়তদারদের সিন্ডিকেটের কারণে এবারও পানির দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া।
তবে টানা তিন বছর বিপর্যয়ের পর এবার চামড়ার দাম কিছুটা হলেও পাওয়া যাচ্ছে। পশু কোরবানির পর থেকেই মৌসুমী ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেছেন। নানা অজুহাত দেখিয়ে চামড়ার দাম কমিয়ে দিয়েছেন পাইকারি আড়তদাররা। ফলে বাধ্য হয়ে লোকসান দিয়ে পানির দামে চামড়া বিক্রি করছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। আকার ভেদে পোস্তায় প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫৫০ টাকায়।