লালবাগের রিফাত হত্যা মামলায় প্রধান আসামী জুয়েলের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
পুরান ঢাকার লালবাগের রিফাত হত্যা মামলায় প্রধান আসামী জুয়েলের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত
মামলার অন্য দুই আসামিকে খালাস দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মামলায় বাদীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা জানান, চাঞ্চল্যকর এই মামলার কেস ডকেটরহস্যময় কারণে গায়েব করে দেয়ায় মামলাটির রায় দিতে দেরি হলো। ২০১৫ সালের ৯ জুন রিফাত নিখোঁজ হন।এরপর ওই দিন রাতেই লালবাগ থানায় একটি ডাইরী করেন তার পিতা রফিকুল ইসলাম। পরদিন তার বাবা”র ফোনে অজ্ঞাত পরিচয় একজন ফোন দিয়ে তার ছেলেকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। গত পাঁচ বছর মামলাটি চলাকালে ৩৫ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দান করেছেন।