লালমনিরহাটের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে ধান, গম, আলু, সবজি ও রবি শস্যের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। গতকাল বিকেলে হঠাৎ মাঝারি আকারের শিলাবৃষ্টি শুরু হয়।
ফাল্গুন মাসে আলু, সরিষা, গম ও তামাক উত্তোলনের মৌসুম শুরু হয় সীমান্তবর্তী লালমনিরহাটে। এমন সময় হঠাৎ শিলাবৃষ্টিতে উঠতি ফসল নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে…বঙ্গপোসাগর থেকে গভীর সঞ্চারণশীল মেঘমালা সরে যাওয়ায় উপকূলে কেটেছে ঝড়ের শঙ্কা। ফলে সমুদ্রবন্দর থেকে তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তবে তিন বিভাগে এখনও বৃষ্টিপাতের আভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।