লালমনিরহাটে বিএসএফ’এর গুলিতে দুই বাংলাদেশি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
ভোরে এই ঘটনা ঘটে। দুই জনের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে। স্থানীয়রা জানায়, গেলরাতে বুড়িরহাট বিওপির অধীন ৯১৭ নম্বর মেইন পিলার এলাকার ৫ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান ইদ্রিস ও ভাসানীসহ ৭-৮ জনের একটি গরু ব্যবসায়ী দল। এ সময় ভারতীয় কোচবিহার ৭৫-বিএসএফ ব্যাটালিয়নের সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে দুইজন নিহত হন। অন্যরা পালিয়ে এসেছে।গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম বলেন, বিএসএফ’র গুলিতে নিহত দুইজনের মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে। এ বিষয়ে বুড়িরহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার কামাল হোসেন, দুইজন নিহতের খবর নিশ্চিত করেছে।