লালমনিরহাট ও হবিগঞ্জে ট্রাক চাপায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
লালমনিরহাট ও হবিগঞ্জে ট্রাকের চাপায় দুই পুলিশসহ তিনজন নিহত হয়েছে।
লালমনিরহাটে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। উপজেলার বড়খাতা এলাকায় দায়িত্ব পালনশেষে ওই দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। এসময় পেছন থেকে বেপোরোয়া গতিতে একটি ট্রাক তাদের ওভারটেক করার সময় মোটর সাইকেলে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নীচে চলে যায় মোটরসাইকেল। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই দুই পুলিশ সদস্য।
এদিকে, হবিগঞ্জের লাখাইয়ে ট্রাকচাপায় ব্র্যাকের কর্মী এসএম কেরামত আলী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে শায়েস্তানগর থেকে মোটরসাইকেলে লাখাই বল্লা ব্র্যাক অফিসে যাওয়ার পথে ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।