লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শহরের আলোরুপা মোড়স্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির সহধর্মিণী ও নবাগত আহবায়ক শেরিফা কাদের। পরিচিতি সভায় পাঁচ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবগঠিত আহ্বায়ক কমিটির ছাপান্ন জন সদস্য অংশগ্রহণ করেন। সভায় কমিটির পরিচিতি পর্বের পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত কমিটির সদস্য সচিব সেকেন্দার আলী, যুগ্ম আহ্বায়ক সেলিম বেঙ্গল ও এসকে খাজা মইনুদ্দিন, যুগ্ম সদস্য সচিব জাহিদ হাসান বাবলু এবং মোহাম্মদ সিজার।