লাশের চাপ বাড়ায় দাফন করতে হিমশিম খাচ্ছেন কবরখননকারীরা
- আপডেট সময় : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
শুধু হাসপাতাল নয়, করোনা বদলে দিয়েছে রাজধানীর কবরস্থানের চিত্রও। লাশের চাপ বাড়ায় দাফন করতে হিমশিম খাচ্ছেন কবরখননকারীরা। চাপ সামলাতে কোদাল-শাবলের বদলে যন্ত্রের সাহায্যে প্রস্তুত রাখা হচ্ছে কবর। সংশ্লিষ্টরা বলছেন, মৃত্যুর এমন দীর্ঘ মিছিল তাঁরা সহসা দেখেননি।
রায়ের বাজার কবরস্থান…
সারি সারি কবর দেখে মনে হতে পারে যুদ্ধে নিহতদের কবর দিতেই এই আয়োজন। কিন্তু করোনা অন্যরকম এক যুদ্ধের অভিজ্ঞতা দিচ্ছে কবরস্থানের কবর খননকারীদের।
তারা বলছেন, প্রতিদিন যত মরদেহ আসছে তাতে এখন আর শাবল, কোদালে কাজ হচ্ছে না। ব্যবহার হচ্ছে যন্ত্রের। এর আগে প্রতিদান যতগুলো কবর খনন করতে হতো এখন তার থেকে প্রায় ২০ থেকে ৩০ টি বেশি কবর প্রস্তুত রাখতে হচ্ছে।
পরিসংখ্যান বলছে, মার্চ মাসে এই কবরস্থানে দাফন করা হয়েছে ৫৬টি মরদেহ আর এপ্রিল মাসের শেষ ভাগে এসে তা পৌছেছে ২শর উপরে।
একটি লাশের দাফন হচ্ছে আরেকটি দাফনের অপেক্ষা, এ ভাবেই দিনরাত ব্যস্ত সময় পার করে এখানকার কবর খননকারীদের।এমন চিত্র রাজধানীর নয়টি কবস্থানেরই।
এ পর্যন্ত রায়ের বাজার কবরস্থানে করোনায় মৃত প্রায় ১২শ লাশ দাফন করা হয়েছে। যার সংখ্যা দিনদিন বাড়ছেই। তবে করোনায় মৃতদেহ দাফন ও সৎকারের সাথে জড়িত স্বেচ্ছাসেবক সংগঠন গুলোর হিসেব বলছে, অনেকটা মানবিক হয়েছে স্বজনরা,মৃতদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করছেন অনেকেই।
মহামারির দ্বিতীয় ঢেউয়ের প্রতিদিনই বাড়ছে হারানো স্বজনদের নামের তালিকা।