লিডারস ফোরাম বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
- আপডেট সময় : ০৬:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
জাতীর প্রয়োজনে সর্বদা মানবিক, সক্রিয় থাকার অঙ্গীকার লিডারস ফোরাম বিডি (এলএফবি) ট্রাস্ট এর নেতৃবৃন্দ জাতির যে কোন মানবিক সঙ্কটে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সাহায্যের আহŸানে সর্বদা সাড়া দিয়ে দেশের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ঢাকা-ভিত্তিক দেশের কর্পোরেট জগতের উর্ধ্বতন নেতৃবৃন্দ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের সমন্বয়ে গঠিত, নিবন্ধনকৃত এ সংস্থাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মিলিত হয়ে তাঁরা এ অঙ্গীকার ব্যক্ত করেন।
এলএফবি ট্রাস্ট এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান গত শনিবার বনানীতে বুয়েট গ্রাজুয়েটেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্পোরেট জগতের প্রায় ২৫টি সেক্টরের শীর্ষ ব্যক্তিবর্গ, কর্ণধার এবং শীর্ষ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বারবার এটাই তুলে ধরেন যে সবারই ব্যক্তিগতভাবে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে এলএফবির মাধ্যমে দেশের জন্য, সমাজের জন্য কিছু করণীয় রয়েছে। নেতৃবৃন্দ বর্তমানে সিলেটে ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুয়ের দূর্ভোগের বিষয়ে সীমাহীন উদ্বেগ প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য কর্মসূচী গ্রহণ করেন।
এলএফবি’র নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীগণ একত্রিত হয়ে স্মৃতিচারণ, গল্প, আড্ডায় মেতে উঠেন যা এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। লিডারস ফোরাম বাংলাদেশ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি খন্দকার কবির ফোরামের অতীত দিনের কর্মকান্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। কেক কেটে এবং নানা ধরনের মৌসুমি ফল ও ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে ও সবশেষে আকর্ষণীয় র্যাফেল ড্র’র মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরণের আনন্দ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
২০২০ সালের ১৩ জুন এলএফবি প্রতিষ্ঠিত হয় যখন দেশে-বিদেশে কোভিড-১৯ এর প্রভাব চরমভাবে বিরাজমান ছিল। এমনি সংকটকালে লিডারস ফোরাম দেশের কর্পোরেট জগতে কর্মচাঞ্চল্য ধরে রাখা এবং ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দীপনা ফিরিয়ে আনতে নিরলসভাবে তৎপরতা চালিয়ে এসেছে।