লিবিয়ায় দালাল চক্রের হাতে এখনও জিম্মি নোয়াখালীর অনেক যুবক
- আপডেট সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
লিবিয়ায় দালাল চক্রের হাতে এখনও জিম্মি রয়েছে নোয়াখালীর বেশ কয়েকজন যুবক। মুক্তিপনের টাকা যোগাড় করতে পারেনি তাদের দরিদ্র পরিবার। অভুক্ত রেখে প্রতিদিন নির্যাতন চালানো হচ্ছে জিম্মিদের ওপর। দিশেহারা পরিবারগুলো স্বজনদের উদ্ধারে সরকারের হস্তক্ষেপে চায়।
নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের রিক্সাচালক নুর আলম।পরিবারে স্বচ্ছলতার আশায় ছেলেকে ইতালি পাঠানোর জন্য ছ’লাখ টাকায় চুক্তি করে দালাল মহিনের সাথে।কৃষি জমি বন্ধক রেখে টাকা যোগাড় করেন তিনি। ছেলে আলাউদ্দিন লিবিয়া যাওয়ার পর দালালচক্র তাকে জিম্মি করে।পরে,আরও সাত লাখ টাকা দাবি করে তারা।টাকা দিতে না পারায় তার উপর চলছে নির্যাতন।
একই অবস্থা জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের মাসুদের।তিন মাস ধরে সে জিম্মি লিবিয়ায়। দু’দফায় পাঁচ লাখ ও দু’লাখ টাকা দিয়েও মেলেনি মুক্তি।টাকা আদায় হলে, এক দালাল বিক্রি করে দেয় আরেক দালালের কাছে।দালাল চক্রের একটি অংশ কাজ করে বাংলাদেশে, অন্যটি লিবিয়ায়। পরিকল্পিতভাবে লিবিয়ার সন্ত্রাসী গোষ্ঠীর যোগসাজশে আদায় করে মুক্তিপণ।বিদেশ গমন এরকম ঝুঁকিপূর্ণ হওয়ায়, সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন নোয়াখালীর অনেক অভিভাবক।
লিবিয়ায় আটক বাংলাদেশিদের উদ্ধারে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে বলে জানায়, পুলিশ।স্থানীয় জনশক্তি ও কর্মসংস্থান অফিস জানায়, গত ১৫ বছরে নোয়াখালী জেলার প্রায় সাড়ে তিন লাখ লোক বিদেশে কাজ করতে গেছে।