লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন সাদিও মানে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
লিভারপুল ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। ইতালিয়ান ট্রান্সফারের সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন এ খবর।
সাদিও মানে লিভারপুল ছাড়ছেন অনেকটা সময় ধরেই শুনা যাচ্ছিল এমন গুঞ্জন। অবশেষে সেটাই সত্যি হতে যাচ্ছে। আগামী মৌসুমে বায়ার্নের জার্সি গায়েই দেখা যাবে সেনেগাল অধিনায়ককে। মানেকে দলে নিতে ৪১ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে বায়ার্ন মিউনিখকে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা। ২০১৬ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মানে। ক্লাবটির হয়ে ছয় মৌসুমে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন এই ফুটবল তারকা। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লিগ কাপ এবং এফএ কাপের মতো শিরোপা জিতেছেন সাদিও মানে।