লুটপাট করার জন্যই বিদ্যুতসহ সবকিছুর দাম বাড়ানো হয়েছে : মোশাররফ হোসেন
- আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
দেশে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। শুধু কুইক রেন্টালের নামেই হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সরকার। লুটপাটের জন্যই তারা বিদ্যুতসহ সবকিছুর দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে এ সব কথা বলেন তিনি। দলের শীর্ষ নেতারা বলেন, এ সরকারের পতন ছাড়া দেশের অর্থনৈতিক গণতান্ত্রিক মুক্তি সম্ভব নয়। ২৫ জানুয়ারি ঢাকাসহ জেলায়-জেলায় বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশ থেকে।
বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে খন্ড খন্ড মিছিলে জড়ো হন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের হাজারো বিএনপির নেতাকর্মী।
দুপুর দু’টার শুরু হয়, মিছিল-পূর্বক সমাবেশ। ততক্ষণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো নয়াপল্টন এলাকা।
সমাবেশে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, উচ্চ ভ্যাট- ট্যাক্স এবং বিদ্যুৎ এর দাম বাড়িয়ে সরকার মানুষের পকেট কেটে বিদেশে পাচার করছে।
প্রশাসন এবং সরকার যৌথভাবে লুটপাট করে দেশ ধংশ করছে অভিযোগ করে, সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন বিএনপির শীর্ষ নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে।
চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
পরে কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি কাকরাইল নাইটিংগেল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয় সামনে এসে শেষ হয়।