লুটপাট প্রকল্পের পরিকল্পনা প্রকৌশলীর,ছুটির দিনেও ইস্যু হচ্ছে ওয়ার্ক অর্ডার

- আপডেট সময় : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ২৫৪৮ বার পড়া হয়েছে
স্বৈরাচারি সরকারের আমলে নেয়া প্রায় সাড়ে ৬’শ কোটি টাকার প্রকল্প নয়-ছয় করার পরিকল্পনা চুড়ান্ত করেছেন বিএডিসি’র চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম। ৫ আগস্ট সরকার পতনের পর সব সরকারি প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ড অঘোষিতভাবে বন্ধ থাকলেও এই দু’মাসে প্রায় ৫’শ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। ছুটির দিনেও ইস্যু করা হচ্ছে ওয়ার্ক অর্ডার। এতদিন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয় দিলেও এখন ভোল পাল্টে বলছেন জিয়া পরিষদের সদস্য
চট্টগ্রাম-কক্সবাজার কৃষি উন্নয়ন ও ভূ-উপরিস্থ পানির সুষ্ঠু ব্যবহার প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকার এই খালটির তিন কিলোমিটার খননকরাসহ বেশ কয়েকটি কালভার্ট নির্মান করার কথা রয়েছে। কিন্তু কয়েকশো মিটার খালের দুপারের ঘাস কেটে আর নামকাওয়াস্তে কার্লভার্ট তৈরী করেই দায় সেরেছে ঠিকাদার। ফুটেজ-১
২০২৮ সালে শেষ করার লক্ষ্য নিয়ে গেল বছর শুরু হওয়া প্রকল্পটি এভাবেই লুটপাট চলছে সর্বত্র। অনিয়মের সব মাত্রা ছাড়িয়ে গেছে জুলাই বিপ্লবের পর প্রশাসনিক স্থবিরতা নামার সুযোগে। ৪০ দিনেরও কম সময়ের ব্যবধানে নজিরবিহীনভাবে ৪৬১ টি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে নিয়ম নীতির তোয়াক্কা না করে।ফুটেজ-১ ও জিএফএক্স-১,২ আলফা হবে
প্রকল্পের ভূমি জরিপের সবগুলো কাজ পেয়েছে ডিজিটাল সার্ভে কনসালটেন্সি ও ল্যান্ড সার্ভে টিম নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠানের মালিক সম্পর্কে মা ও মেয়ে। এমআরএস বিপ্লব ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪ বছরের জন্য ৪ কোটি ৮১ টাকা ব্যয়ে তিনটি গাড়ি ভাড়া করা হয়েছে। অভিযোগ রয়েছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক
নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজ দিতে পিপিআর নীতিমালা লঙ্ঘন করে টেন্ডার বাছাই কমিটির চেয়ারম্যানও হয়েছেন পিডি নিজে। অন্তত ১০ টি টেন্ডার ওটিএম পদ্ধতিতে কল করেও তা স্থগিত রেখে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে দিয়েছেন ম্যানুয়াল পদ্ধতিতে। অভিযোগ রয়েছে এতসব অনিয়মের নেতৃত্ব দিচ্ছেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বড় এই প্রকল্পের অন্তত শাতাধিক টেন্ডারের তথ্য এসেছে এসএটিভি’র হাতে। যেখানে প্রতি শতকে এক থেকে ৩ পয়সা করে কারসাজি করে কাজ পাইয়ে দেয়া হয়েছে কয়েকটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কোন কারণ উল্লেখ না করেই অযোগ্য ঘোষণা করা হয়েছে প্রতিদ্বন্দ্বী অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানকে।ফুটেজ-১ ও জিএফএক্স ৯,১০.১১