লু হাওয়া এবং বৈশাখী ঝড়ে বোরো ফসলের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গেলো ৪ এপ্রিল হঠাৎ বয়ে যাওয়া লু হাওয়া এবং বৈশাখী ঝড়ে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে শেরপুরে। ধানের শীষ চিটা হয়ে মরে গেছে গাছ। কৃষি বিভাগ জানায়, জেলায় ১৮৫ হেক্টর জমির ধান গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে, স্থানীয় কৃষকদের দাবি, আরও কয়েকগুন বেশি ক্ষতি হয়েছে। একদিকে এমন বৈরী আবহাওয়া অন্যদিক বছরেরও বেশী ধরে চলমান করোনার প্রভাব জেলার কৃষকদের জীবনযাত্রায়ও ধ্বস নামিয়েছে।
শেরপুরের নকলা উপজেলার পূর্বলাভা গ্রামের প্রান্তিক কৃষক নাসির উদ্দিন । বাম্পার ফলন হওয়ায় গোলায় ধান তোলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু, হঠাৎ চরম বৈরী আবহাওয়ায় গরম ও কালবৈশাখী ঝড়ো উড়ে গেছে তার সব স্বপ্ন। প্রায় দুই একর জমির ধান পুড়ে চিটা হয়ে গেছে। এখন সে দিশেহারা।শুধু নাসিরই নয়, ক্ষতিগ্রস্থ হয়েছেন শেরপুর সদর, ঝিনাইগাতী ও নকলা উপজেলার একাধিক গ্রামের কৃষক। সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা।
প্রণোদনার জন্য আবেদন করবে বলে জানিয়েছে, কৃষি বিভাগ। জেলায় এবার ৯০ হাজার ৬’শ ৫৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে গরম বাতাসে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় দু’শ হেক্টর।