লেখক মুশতাককে নির্যাতন করে হত্যা করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
লেখক মুশতাককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি এ অভিযোগ করেন।
তিনি বলেন, যারা স্বাধীনভাবে সামাজিক মাধ্যমে নিজের মতপ্রকাশের চেষ্টা করছেন, তাদের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। হয় তাদের গুমের শিকার হতে হচ্ছে, নতুবা সরকারি হেফাজতে প্রাণ দিতে হচ্ছে। ফখরুল বলেন, ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে যাওয়ায় অকালে তার জীবনপ্রদীপ নিভিয়ে দেয়া হলো। মানুষকে নিঃশব্দ করতেই গুম, খুন, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে মৃত্যুকে রাষ্ট্রীয় জীবনের অনুষঙ্গ করা হয়েছে, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।