লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তির দাবিতে মশাল মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তির দাবিতে মশাল মিছিল হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোণা জেলা শাখার উদ্যেগে বুধবার সন্ধ্যায় পৌর শহরের কালিবাড়ি দলীয় কার্যালয় থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি পার্থ প্রতীম, সাধারণ সম্পাদক তানভীর মোকাম্মেলসহ আরো অনেকে।