লেখক মোশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনা দুঃখজনক : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
লেখক মোশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তদন্তনাধীন এই ইস্যু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে একটি কুচক্রী মহল। সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যেন না হয়, সে ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছে সরকার।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি -বিআরটিএ আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি সঠিক রহস্য উন্মোচিত করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কোন ব্যক্তি বা সংস্থা যাতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষনেতা।
ড্রাইভিং লাইসেন্স দেয়ার প্রক্রিয়া এতোদিন সীমিত থাকলেও এখন তা পুরোপুরি শুরু হয়েছে জানান সেতুমন্ত্রী।আগামী কয়েকদিনের মধ্যে বিভাগীয় পর্যায়েও লাইসেন্স দেয়া শুরু হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।