লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা অস্ট্রেলিয়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বুধবার নয়া নাৎসি গ্রুপ ‘দ্য বেজ’কেও একই তালিকাভুক্ত করেছে দেশটি। শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এই গ্রুপটি ২০১৮ সালে গঠিত হয়।
সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী তালিকাভুক্ত হওয়ায় দ্য বেজ কিংবা হিজবুল্লাহর সদস্য হওয়া বেআইনি বলে বিবেচিত হবে। যদি কেউ এর সদস্য হিসেবে দোষী সাব্যস্ত হয় তাহলে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস ক্যানবেরায় সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ায় সহিংস উগ্রবাদের স্থান কোনোভাবেই নেই।