লেবানন সীমান্তে ইসরাইল সামরিক শক্তি বৃদ্ধি করেছে
- আপডেট সময় : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
লেবানন সীমান্তের কাছে অধিকৃত গোলান মালভূমিতে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ইসরাইল। সোমবারের সংঘর্ষের পর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে ।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ইসরাইল প্রতিবেশী দেশটিতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলা করছে। সোমবার ইসরাইল-লেবানন সীমান্তে সংঘর্ষের পর নেতানিয়াহু এ হুশিয়ারি উচ্চারণ করেন। তবে লেবাননের ওই শিয়া সংগঠনটি সীমান্তে সংঘর্ষের জন্য ইসরাইলকে দায়ী করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভূখণ্ডে ঢুকে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে, এ জন্য লেবাননকে চড়া মূল্য দিতে হবে। গত ২০ জুলাই সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আলী কামেল মোহসেন জাওয়াদ নামে এক হিজবুল্লাহ নেতাকে হত্যা করে ইসরাইল। এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সোমবার ইসরাইলে ঢুকে দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালায় হিজবুল্লাহর সশস্ত্র সদস্যরা। এর পর থেকেই সীমান্তে শক্তি বাড়াচ্ছে ইসরাইল।