লোকসানী পাটকলগুলো বন্ধ করে নতুনভাবে চালানোর সিদ্ধান্ত সরকারের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
লোকসানী সরকারি পাটকলগুলো বন্ধ করে নতুনভাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কারখানা পরবর্তীতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি’র ভিত্তিতে চলবে।
বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। তিনি জানান, সরকারি ২৫টি পাটকলে এ মুহূর্তে ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী শ্রমিক রয়েছেন। তাদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসর দেয়া হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা হবে বলেও জানান পাটমন্ত্রী। গত ৪৮ বছরে সরকারকে পাট খাতে ১০ হাজার ৬৭৪ কোটি টাকা লোকসান দিতে হয়েছে উল্লেখ করে তিনি আন্দোলনরত পাটকল শ্রমিকদের ঘরে ফিরে যাওয়ারও অনুরোধ করেন।