লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতি মাড়াই মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে নাটোর সুগার মিলে
- আপডেট সময় : ০৩:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আবারও ৮৫ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতি মাড়াই মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে নাটোর সুগার মিলে। পুরাতন ভাঙাচোরা যন্ত্রাংশ ও দক্ষ শ্রমিক না থাকায় কারণে প্রতিবছরই লোকসানের মুখে পড়ছে মিলটি। তবে এবার কৃষকরা সঠিক পরিমানে আখ সরবারহ করলে মিলটি কিছুটা লাভের মুখ দেখবে বলছে কর্তৃপক্ষ।
নাটোর সুগার মিলে ২০১৯-২০ অর্থ বছরের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে গত ১৫ নভেম্বর। ১ লাখ ৬৩ হাজার মেট্রিক টন আখ মাড়াইসহ ১৩ হাজার ৪০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই সুগার মিল। চাষীদের অভিযোগ, আখ বিক্রি করতে গিয়ে ঘুষ দিতে হয়। এজন্যে অনেকেই আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
বরাবরই পূর্জি না পাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে মিল কর্তৃপক্ষ। মিলের অধিকাংশ মেশিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ব্যয় বৃদ্ধিসহ উৎপাদন কমে যাওয়ায় আধুনিকায়নের পরামর্শ এই কর্মকর্তার। এবার গেল বছর লোকসানের প্রায় ১০ শতাংশ পুরণ করার আশা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের। মিল থেকে আরো কিছু প্রডাক্ট তৈরি করে লাভে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। সকলের।