লোভ লালসার উর্ধে উঠে দেশের কল্যানে কাজ করতে যুবসমাজের প্রতি আহ্বান
- আপডেট সময় : ০৯:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৬০ বার পড়া হয়েছে
লোভ লালসার উর্ধে উঠে দেশের কল্যানে কাজ করতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আদর্শ থেকে বিচ্যুত হলে কাউকেই ছাড় নয়। সোহরাওয়ার্দি উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসে এ কথা বলেন শেখ হাসিনা।
সাত বছর চার মাস পরে অনুষ্ঠিত হল যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস। সারা দেশ থেকে আসা পঁয়ত্রিশ হাজার কাউন্সিলর ও ডেলিগেটে সোহরাওয়ার্দী উদ্যান তখন হারিয়েছে তিল ধারনের ঠাই।
শনিবার সকাল ১১ টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগ দেন। জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে উদ্বোধন করেন সম্মেলনের প্রথম অধিবেশনের।
আওয়ামী লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দেশাত্ববোধক গান আর নাচে উৎসবের আমেজে শুরু হয় বর্ণিল অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যুবোলীগকে হতে হবে আদর্শের রোল মডেল। লোভ লালসার উর্ধে উঠে দেশের কল্যানে কাজ করতে হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, হত্যা, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি থেকে প্রতিটি যুবককে দূরে থাকতে হবে। দুর্নীতি বিরোধী অভিযানে দোষী কেউই ছাড় পাবে না।
শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপির আমলে জংগীবাদ, দুর্নীতি শুরু হওয়ায় দেশ হারায় সম্মান। দেশের সম্মানকে আর ভুলুন্ঠিত না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।
জনগনের কল্যানে ভুমিকা রাখতে যুবলীগকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।